Khoborerchokh logo

গাজীপুরের টঙ্গীতে মোবাইল কেড়ে নেয়ার জেরে কলেজ ছাত্রীর আত্নহত্যা 162 0

Khoborerchokh logo

গাজীপুরের টঙ্গীতে মোবাইল কেড়ে নেয়ার জেরে কলেজ ছাত্রীর আত্নহত্যা

শেখ রাজীব হাসান,গাজীপুর:
টঙ্গীতে হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার জেরে তাসমিন সাহারা (১৭) নামে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার গভীর রাতে আউচপাড়া নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই কলেজ ছাত্রী। 
সাহারা টঙ্গীর আউচপাড়ার স্থানীয় বাসিন্দা সুমন মিয়ার মেয়ে। সে উত্তরা মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিলো।
টঙ্গী পূর্ব থানার পুলিশ জানায়, মেয়েটি মোবাইল ফোনে আসক্ত ছিলো। মোবাইল ফোনে সময় অসময় বন্ধু-বান্ধবদের সাথে কথা বলার কারণে পিতা সুমন মিয়া মেয়ের মাবাইল ফোনটি হাত থেকে কেড়ে নেন। মোবাইল ফোন কেড়ে নেয়ায় সে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ গভীর রাতে সাহারার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ মো. শাহ আলম জানান, একটি লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com